Past Perfect tense এ before/after এর ব্যবহার মনে রাখার কৌশল

 13 November 2022, 6:00pm

--------------------------------

শুরুতেই একটা বিষয় বুঝে নিই। অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হবে Past Perfect tense আর পরে যেটি ঘটেছিল সেটি হবে Past Indefinite tense । অর্থাৎ Past Indefinite এর আগের ঘটনা হলো Past Perfect ।

আমাদের গ্রামার বইয়ে রোগী আর ডাক্তারের এক ধরনের লুকোচুরি খেলা চলে। সুতরাং ওটা দিয়েই বোঝানোর চেষ্টা করছি।

যদি রোগী আগে মরে আর ডাক্তার যদি পরে আসে তাহলে রোগীর মরা হবে Past Perfect এ এবং ডাক্তারের আসা হবে Past Indefinite এ।

তাহলে, রোগী মরার ইংরেজি হবে – The patient had died.

এবং ডাক্তার আসার ইংরেজি হবে - The doctor came.

এখন হাজার টাকার প্রশ্ন হলো, before/after কিভাবে ব্যবহার করবো?

এ বিষয়টা অনেকে গুলিয়ে ফেলে।

যদি হাঁটে হাঁড়ি ভাঙতে হয় তবে বলতেই হয় আমার নিজেরই সমস্যা হত। :P

আচ্ছা, আজ থেকে আর কারো সমস্যা হবে না গ্যারান্টি সহকারে গ্যারান্টি দিচ্ছি। বিফলে পোস্ট ফেরৎ!

সে যাই হোক, before দিয়ে শুরু করা ক্লজটিকে আমরা বলবো before-clause আর after দিয়ে শুরু ক্লজটিকে after-clause।

মনে রাখুন,

before-clause এর আগে আরেকটি ঘটনা ঘটেছিল।

এবং after-clause এর পরে আরেকটি ঘটনা ঘটেছিল।

এবার আপনাদের হাতেই বিচারের ভার ছেড়ে দিলাম। কোনটার সাথে কোন টেন্স বসবে?

Before-clause এর আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা নিশ্চয়ই Past Perfect হবে, তাই না? তাহলে বলাই বাহুল্য, before-clause টি হবে Past Indefinite, তাই তো?

এবার আপনারা বলুন কাকে আগে মারবো, রোগীকে নাকি ডাক্তারকে? :P

ধরলাম, রোগী আগে মারা গিয়েছে – The patient had died.

ডাক্তার পরে এসেছে – The doctor came.

এবার বলুন before দিয়ে কিভাবে বাক্য লিখবো? মনে রাখতে বলেছিলাম, মনে আছে?

Before-clause এর আগে আরেকটি ঘটনা ঘটেছিল।

তাহলে before-clause হলো past indefinite আর অপর clause টি past perfect।

Before the doctor came, the patient had died.

= The patient had died before the doctor came.

আপনি হয়তো মাথা না খাটিয়ে সোজা মুখস্ত করে ফেলবেন যে, before-clause past indefinite । কিন্তু না বুঝে মুখস্ত করলে আপনার ‘গ্রন্থগত বিদ্যা’ হবে ’পর হস্তে ধন’ এর মত।

এবার চলুন after দিয়ে বাক্যটি রচনা করি।

আবার বলছি,

After-clause এর পরে আরেকটি ঘটনা ঘটেছিল।

তার মানে after-clause আগে, অপর ক্লজ পরে।

After the patient had died, the doctor came.

= The doctor came after the patient had died.

এবার আরেকভাবে বলছি-

Before-clause (পরে ঘটে) + অপর ক্লজ (আগে ঘটে)

After-clause (আগে ঘটে) + অপর ক্লজ (পরে ঘটে)

আরেকটু নির্দিষ্ট করে বলছি-

Before-clause (পরে ঘটে) + অপর ক্লজ (আগে ঘটে)

= Before-clause (past indefinite) + Other-clause (past perfect)

After-clause (আগে ঘটে) + অপর ক্লজ (পরে ঘটে)

= after-clause(past perfect) + other-clause(past indefinite)

বিষয় কি কিলিয়ার, না ভেজাল আছে?

Comments

Popular Posts