Skip to main content

Posts

Featured

Let’s feel ‘feel like’

------------------------------------------- January 13 th , 2023 Friday 7:38 am Adapted from Oxford Advanced Learner’s Dictionary ---------------------------------------------------------------- বাংলাদেশের ইংরেজি গ্রামার বইগুলোতে feel like এর সাধারণত একটা ব্যবহার দেয়া থাকে। আর সেটা হচ্ছে ‘(কোনো কিছু) করতে ইচ্ছা করা, পছন্দ করা’। কিন্তু বাস্তবে এর আরো কয়েকটা ব্যবহার লক্ষণীয়। আমি এই লেখায় খুব বেশি গভীরে না গিয়ে Oxford Advanced Learner’s Dictionary থেকে কয়েকটা ব্যবহার তুলে ধরলাম। আশা করছি শিক্ষার্থীদের সামান্য হলেও উপকার হবে। পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আরো অধিকদূর পড়াশোনা-ঘাটাঘাটি-র সুযোগ তো রইলো-ই। প্রতিটি ব্যবহারে দুই/একটি করে বাংলা অনুবাদ করা আছে। আশা করছি ওগুলো দেখে বাকীগুলোর অর্থ অনুধাবন করা সম্ভব হবে। বাংলা অনুবাদ কোনোভাবেই মুখস্ত করা যাবে না। শুধুমাত্র অনুধাবন করার জন্য বাংলা অনুবাদকে ব্যবহার করতে হবে। কোনো শব্দের অর্থ না বুঝলে অভিধানের সাহায্য নিতে হবে। -------------------------------------------------------------- feel like – ( নিজের কাছে) মনে হওয়া, অনুভূত হওয়া feel

Latest posts

The phrases/clauses/sentences worth learning # 1

Mr. ‘been’ in action

Past Perfect tense এ before/after এর ব্যবহার মনে রাখার কৌশল

খুনোখুনি নিয়ে খুনসুঁটি

Get off