Let’s feel ‘feel like’
-------------------------------------------
January 13th,
2023 Friday 7:38 am
Adapted from Oxford Advanced Learner’s Dictionary
----------------------------------------------------------------
বাংলাদেশের ইংরেজি
গ্রামার বইগুলোতে feel like এর সাধারণত একটা ব্যবহার দেয়া থাকে। আর সেটা হচ্ছে ‘(কোনো
কিছু) করতে ইচ্ছা করা, পছন্দ করা’। কিন্তু বাস্তবে এর আরো কয়েকটা ব্যবহার লক্ষণীয়।
আমি এই লেখায় খুব বেশি গভীরে না গিয়ে Oxford Advanced Learner’s Dictionary থেকে কয়েকটা
ব্যবহার তুলে ধরলাম। আশা করছি শিক্ষার্থীদের সামান্য হলেও উপকার হবে। পড়ুয়া শিক্ষার্থীদের
জন্য আরো অধিকদূর পড়াশোনা-ঘাটাঘাটি-র সুযোগ তো রইলো-ই।
প্রতিটি ব্যবহারে
দুই/একটি করে বাংলা অনুবাদ করা আছে। আশা করছি ওগুলো দেখে বাকীগুলোর অর্থ অনুধাবন করা
সম্ভব হবে। বাংলা অনুবাদ কোনোভাবেই মুখস্ত করা যাবে না। শুধুমাত্র অনুধাবন করার জন্য
বাংলা অনুবাদকে ব্যবহার করতে হবে। কোনো শব্দের অর্থ না বুঝলে অভিধানের সাহায্য নিতে
হবে।
--------------------------------------------------------------
feel like – (নিজের কাছে)
মনে হওয়া, অনুভূত হওয়া
feel like + Noun word /
Noun phrase/ Noun clause / Gerund
I felt like
a complete idiot.
= নিজেকে একটা
আস্ত গাধা মনে হয়েছিল/হচ্ছিল।
= মনে হচ্ছিল
যেন আমি একটা আস্ত বেকুব/গাধা।
She felt
like an interloper in her own family.( Interloper – a person who is present in
a place or situation where they do not belong.)
I feel like
a martyr to this vacuum cleaner.
I feel like
a nerd in these shoes.( Nerd – a person who is boring, stupid and not
fashionable.)
Next to her
I felt like a fraud.
I feel like
a homeless wanderer on the face of the earth.
She slunk
out of the room, feeling like a criminal.
Sometimes
being a mother and a housewife felt like a thankless task.
I feel like
I’ve died and gone to heaven.
I woke up
feeling like shit.
It’s
perfectly normal to feel like this.
He felt like
crying with rage(রেইজ-ক্রোধ).
= তার তখন রাগের
চোটে কেঁদে ফেলার মত অবস্থা।
= তার মনে হচ্ছিল
যেন রাগের চোটে সে কেঁদে ফেলবে।
= তাকে দেখে মনে
হচ্ছিল যেন রাগের চোটে কেঁদে ফেলবে।
Did you feel
like he’d been thinking about it a long time? – Zodiac AmM
---------------------------------------------------------
feel like – (কোনোকিছু করতে)
ইচ্ছা করা, মন চাওয়া, পছন্দ করা
feel like + Noun word /
Noun phrase / Gerund
I feel like
staying in tonight.(to not go out or to remain indoors)
= আজ রাতটা ঘরেই
থাকতে ইচ্ছা করছে।
He felt like
bursting into tears.
= তার কান্নায়
ফেটে পড়তে ইচ্ছা করছিল।
We all felt
like celebrating.
= আমরা সবাই আনন্দ-উদযাপন
করতে পছন্দ করি।
Do you feel
like eating out tonight?
I didn’t
really feel like going out, but I am glad I made the effort.
We’ll go for
a walk if you feel like it.
I feel like
a drink.
--------------------------------------------------
feel like – (কোনোকিছু দেখে
/ স্পর্শ করে) মনে হয়, অনুভূত হয়
feel like + N
This wallet
feels like leather.
= মানিব্যাগটাকে
চামড়ার বলে মনে হয়।
= মানিব্যাগটাকে
ছুঁলে/দেখে মনে হয় যেন চামড়ার তৈরি।
The
interview only took ten minutes, but it felt like hours.
= সাক্ষাৎকার
ছিল মাত্র দশ মিনিটের, কিন্তু বোধ হচ্ছিল যেন কত ঘন্টা।
------------------------------------------
feel like – seems likely to - কোনোকিছু হওয়ার বা ঘটার সম্ভাবনা আছে – এমনটা মনে হওয়া, অনুভূত হওয়া
feel like + bare
infinitive
It feels
like rain. (I seems likely to rain.)
= বোধ হচ্ছে বৃষ্টি
হবে।
= মনে হয় বৃষ্টি
হবে।
Comments
Post a Comment