Get off

----------------------------------------------

8:12 PM, Thursday, June 24, 2021

------------------------------------------------

1. get off (work)

কর্মস্থল ত্যাগ করা (To leave work with permission)

Could you get off (work) early tomorrow?

= তুমি কি আগামীকাল তাড়াতাড়ি কর্মস্থল ত্যাগ করতে পারবে?

We get off early on Fridays.

= আমরা শুক্রবারে তাড়াতাড়ি কর্মস্থল ত্যাগ করি।

What time do you get off work?

= তুমি কখন/টায় কর্মস্থল ত্যাগ কর?

I get off work at six.  Jack Reacher- AmM- 54:36

=  আমি টায় কর্মস্থল ত্যাগ করি

I get off at ten. Repli-Kate AmM-1:05:11

---

2.  get off (subjects)

কথার প্রসংগ পাল্টানোর জন্য ব্যবহার করা যেতে পারে। (to stop discussing a particular subject)

Please can we get off the subject of dieting?

Could we get off that subject?  Spider Man-2  - AmM – 12:48

= আমরা কি এ নিয়ে কথা বলা বন্ধ করতে পারি?

=  আমরা কি এ প্রসংগ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে পারি?

= আমরা এ বিষয়টা নিয়ে কথা না বলি?

---

3. get off  (bus, plane,  train or boat)

বাস, প্লেইন, ট্রেইন, নৌকা ইত্যাদি থেকে নামা (to leave a bus, plane, train or boat )

Where are you getting off (the train)? – Last Passenger-BrF- 18:22

=  আপনি কোথায় নামছেন?

I thought you got off. – Last Passenger-BrF-18:05

= ভেবেছিলাম আপনি (ট্রেন থেকে)নেমে গিয়েছেন

Everybody, get off the boat. AmM – Boot Camp 10:54

---

4. get off ( sth)

 কোনো কিছু থেকে দূরে থাকা( stay away from sth)

Meg, get off the stage, it’s gonna blow up. AmM – Dirty Deeds

= মেগ, মঞ্চ থেকে দূরে থাক, ওটা (বোমায়)উড়ে যাবে।

---

5. Get off (sb)

 কাউকে ছেড়ে দেয়া/কারো উপর থেকে সরে যাওয়া

 Kate, Would you get off me? – Repli-Kate – AmM- 54:11

= কেইট, তুমি কি আমার উপর থেকে সরবে?

--

6. get (sth) off( sb)

কারো শরীর থেকে কোন বস্তুকে সরিয়ে ফেলা

Oh, God, what is that? Get it off! Get it off! Oh, my God! Take it off! 47:54 – Anacondas- The hunt for the blood orchid – AmM

ওরে আল্লাহ! এইটা কী? সরাও! সরাও! ওরে আমার গড! হরাও এইডা! মোর শরীল থাইক্কা হরাও (এখানে শরীরে লেগে থাকা জোঁক সরানোর কথা বলা হয়েছে)

Get it off me! - 48:02 – Anacondas- The hunt for the blood orchid – AmM

= ওটা আমার শরীর থেকে সরিয়ে ফেল।

---

7. Get (sb) off

কারো উপর থেকে দুষ্কৃতির অভিযোগকে সরিয়ে ফেলা বিশেষ করে আইনের মাধ্যমে (to get someone cleared of a criminal charge)

Ted’s lawyer got him off, although we all knew he was guilty. thefreedictionary.com

= টেড-এর আইনজীবি তাকে বাচিঁয়ে দিল (সাজার হাত থেকে), যদিও আমরা সবাই জানতাম যে সে দোষী।

I hope someone can get her off. She is innocent no matter how it looks. thefreedictionary.com

Ricky’s just made 17. And he’s got no priors. And a good lawyer can get him off pretty much scot free right now. – Last Rampage – AmM – 1:04:25

--

8. Get sth off (sth)

কোনো কিছু(বস্তু)-কে (কোথাও/কোনো বস্তু থেকে) সরানো

We’ll need extra hands to get them all off the train and onto a lorry. The Great Train Robbery -1  BrF 21:04

And once it’s stopped, we’ve got 15 minutes to get all the bags off and loaded onto the lorry. The Great Train Robbery -1  BrF 37:49

---

Sources: OALD, MacMillan Dictionary, BrF, AmM etc.

Read More: https://idioms.thefreedictionary.com/get+him+off

Comments

Popular Posts