Let’s Practice Native Spoken English – 78
গুল্লু-বিল্লু-রা
গরিবদের সহায়তার জন্য পাড়ার অবস্থাসম্পন্ন পরিবারগুলোর কাছ থেকে কিছু দান সামগ্রী সংগ্রহ
করেছে। সেগুলো নিয়ে ঝন্টুদা-র ক্লাবে সবাই উপস্থিত। সবাই ঝন্টুদা কে বললো-
ঝন্টুদা, আমরা
আমাদের দায়িত্ব পালন করেছি। এবার এগুলো কিভাবে কী করবে সে দায়িত্ব তোমার।
ঝন্টুদা বললো
– তাহলে তোদের খুলেই বলি, পাড়ার কিছু কিছু মধ্যবিত্ত ও সম্ভ্রান্ত পরিবার আছে যাঁরা
এই মুহূর্তে চরম অভাবে আছে। কিন্তু কারো কাছে লজ্জায় সাহায্য চাইতে পারছে না। আমি গোপন
সূত্রে এমন কিছু পরিবারের অবস্থা জানতে পেরেছি। আমরা রাতের আঁধারে কিছু সামগ্রী তাদের
ঘরের সামনে রেখে আসবো। কিন্তু খবরদার কাক-পক্ষীও যেন টের না পায় যে এগুলো আমরা দিয়েছি।
ঠিক আছে?
সবাই সমস্বরে
– ঠিক আছে… ভাই… ঠিক আছে….
--
Translate
into native spoken English
তাহলে তোদের খুলেই
বলি… (আমার গোপন পরিকল্পনাটা তোদের বলেই ফেলি)
-
Answer: Well, cards on the table…
-
Put/lay your
cards on the table.
To tell
somebody honestly what your plans, ideas, etc. are.
Lay the
cards face up(= facing upwords) on the table. OALD
Let me come clean.
ReplyDelete