Let’s Practice Native Spoken English – 87
26 May, 2021 1:00 PM
-------
বিশেষ হুঁশিয়ারি
এ পর্বে একটি অশ্লীল(vulgar) পর্যায়ের slang expression উপস্থাপন করতে যাচ্ছি। কোনো ফাজিল টাইপের বন্ধুর, এমনকি কোনো বদের হাড্ডি বসের, মুখ দিয়ে এ ধরনের বাক্য বের হয়ে গেলে তো তাদের মুখ লকডাউন করে রাখতে পারবেন না। যেকোনো সময়্ আপনার কানের পর্দা ফাটিয়ে এসব বাক্য টুক করে ঢুকে যেতে পারে। সুতরাং আগে থেকেই কানকে জানিয়ে রাখা মঙ্গল নয় কি?
----
টুন্ডা গ্রুপের চেয়ারম্যান টুন্ডা মিজান টুন্ডা রংঢং(গার্মেন্টস)এর সাম্প্রতিক শ্রমিক ধর্মঘট নিয়ে এমডি জিসান সাহেবের সাথে গোপন বৈঠক করছেন…
টুন্ডা মিজান: শুনলাম গার্মেন্টস-এর শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে তান্ডব চালাচ্ছে। বিষয়টা কী, জিসান সাহেব?
জিসান: (তোতলাতে তোতলাতে)তাতা..তান্ডব না, স্যার, বিক্ষোভ।
টুন্ডা মিজান: ঐ হলো.. আমাদের বিরুদ্ধে করলে তান্ডব। আমরা কিছু করলে সেটা হবে বিক্ষোভ বা অধিকার আদায়ের লড়াই। তা কারণটা কী?
জিসান: তাদের কিছু দাবি ছিল।
টুন্ডা মিজান: যেমন…
জিসান: গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, লকডাউনে ফ্যাক্টরির নিজস্ব পরিবহন ব্যবস্থা আর স্বাস্থ্যবিধি অনুসারে কাজের পরিবেশ।
টুন্ডা মিজান: তা আপনারা কী পদক্ষেপ নিয়েছেন?
জিসান: স্যার, আমরা শ্রমিকদের বোঝাবার চেষ্টা করছি। আমরা বলেছি মালিক নিশ্চয়ই তোমাদের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন। কাজে যোগ দাও। একটা একটা করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ। কিন্তু স্যার, তারা এখন আর আমাদেরকে বিশ্বাস করতে চাইছে না। এর আগেও কয়েকবার এ ধরনের আশ্বাস দিয়ে বিক্ষোভ দমন করা হয়েছিল কিনা…।
টুন্ডা মিজান: (খুক খুক করে একটু কাশলেন) *লছাল বাদ দিন তো! পুলিশ বাহিনী খবর দিন। প্রয়োজনে গুলি করে দুই-চারটা লাশ ফেলে দিন। তারপর ওদেরই বিরুদ্ধে মামলা করুন। দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে।
জিসান: কিন্তু স্যার…
টুন্ডা মিজান: কোনো ’কিন্তু’ নয়। উপরের সবকিছু আমাদের পকেটে… ।
----
Translate into English
*লছাল বাদ দিন তো!
= *লছাল বাদ দিয়া আসল কথায় আসুন!
= আলতু-ফালতু কথা বাদ দিয়ে মূল কথায় আসুন।
= (Let's) cut the crap/bullshit.
---------------------------------------------------
cut the bullshit
cut the crap
-
Vulgar Slang, informal, impolite
-
a rude way of telling someone to stop things that are not important. Cambridge Dictionary
-
Just cut the crap and tell me that you really want from me. Cambridge Dictionary
Cut the crap and tell me what really happened. Merriam-Webster
Let's cut the crap and get down to business. OALD
-
Anaconda - the Hunt for the Blood Orchid - AmM - 8:55
: You're Jin-Soon?
: Local nickname. Name's Johnson. Bill Johnson. It's a pronunciation thing. And you can rent my boat for 25 grand. Now, you want me to drive it, well... that'll cost you 50.
: Fifty grand? Are you high? if.. you know what? Please, don't answer that question. There is no way I'm trusting this guy with the expedition.
: Listen! Lady, Let's cut the bullshit, please, if one of the charter companies could take you.. you'd be on the river now. You only came to me because you're desperate.Fifty grand's my price. Take it or leave it.
-
Curter! Cut the crap! You're scaring everybody. Deep Blue Sea - AmM - 27:44
Comments
Post a Comment