Let’s Practice Native Spoken English – 88
12 June 2021 10:04 AM
----------------------------
বিল্লু: আচ্ছা গুল্লু, তুই রাস্তার ভিক্ষুক, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ফুটপাতের দোকানদার সবার সাথে এত সহজে স্বচ্ছন্দে মিশে যাস কী করে? প্রায়ই দেখি ওদের দু:খে তুই অত্যন্ত কাতর হয়ে পড়িস। কারণটা কী?
গুল্লু: সে এক গোপন রহস্য!
বিল্লু: সেটাই তো জানতে চাচ্ছি।
গুল্লু দুষ্টুমি ভরা চোখে কৃত্রিম ভাব নিয়ে বলল, ‘বলবো… না। তুই যদি কাউকে বলে দিস?’
‘তোর গোপন রহস্য কেউ জানবে না। নে, এবার ঝেড়ে কাশ তো, মাম্মা।’
‘শোন, মানুষ কা’কে সবচেয়ে বেশি ভালোবাসে জানিস তো? নিজেকে, বুঝলি নিজেকে। মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। রাস্তার কোনো ভিক্ষুককে যখন হাত পেতে ভিক্ষা চাইতে দেখিস তখন স্রেফ নিজেকে তার জায়গায় কল্পনা করে দেখিসতো কেমন লাগে। ঐ ভিক্ষুকের জায়গায় তুই নিজেই তো থাকতে পারতিস, তাই না? তোর উপর আল্লাহর অশেষ রহমত আছে বলেই তোকে ভিক্ষা করতে হয় না। এখন ভেবে দেখ তুই যদি ভিক্ষুক হতিস তাহলে তোকে কী পরিমাণ দু:খ, দুর্দশা, অভাব, অনটন, নিপীড়ন সহ্য করতে হত? আমরা লাখপতিরা দুই-এক টাকা দান করে দিনে একশবার হিসেব করি আর হায় আপসোস করি কত টাকা দানে চলে গেল। অথচ এটা ভেবে দেখি না ক’টা মানুষই বা পর্যাপ্ত দান খয়রাত করে? একজন ভিক্ষুকেরও তো সংসারে একাধিক সদস্য রয়েছে। ভিক্ষুকের সংসার কিভাবে চলে….
‘আরে, থাম..থাম। তুই তো একেবারে আবেগে গদগদ হয়ে পড়ছিস। যাইহোক, তোর আবেগ বুঝতে পেরেছি। আর বুঝতে পারছি তোকে দিয়ে কিস্যু হবে না।’
------------
Translate into English
তোমার রহস্য(গোপন কথা/কাজ) কেউ জানবে না।
= তোমার রহস্য(গোপন কথা/কাজ) গোপন থাকবে।(চিন্তার কোনো কারণ নেই)
= Your secret’s safe with me.
= Your secret will go no further.
---
(someone’s)secret is safe with (one)
Used to say that someone will not tell anyone else a secret
One will not divulge the secret that someone else has shared with one
Don’t worry. Our secret is safe with her. Merriam-Webster
: Please don’t share that information with anyone else!
: Don’t worry – your secret is safe with me!
The legal consultant assured me that our secrets are safe with him. The Free Dictionary
------
Your secret will go no further
If you tell somebody that a secret will go no further, you promise not to tell it to anyone else
Can I have your assurance that this will go no further? The free dictionary
--
Don’t worry. Your secret’s safe with me. Real Steel 1:59:36
Don’t worry. Your secret’s safe with me. Real Steel 48:26
Your secret will go no further. The Great Train Robbery -1 25:24
Comments
Post a Comment