Let’s Practice Natural Spoken English – 89
গুল্লু আর বিল্লু স্কুলে যাচ্ছে। পথিমধ্যে গুল্লু বিল্লুকে বললো, ‘তুই রাস্তাটা পার হ’। আমি দুইটা আইসক্রিম কিনে আনছি। খালি মুখে স্কুলে যাওয়া ঠিক না।’
বিল্লু রাস্তা পার হচ্ছে। আর ওদিকে গুল্লু আইসক্রিমওয়ালাকে দুইটা আইসক্রিম দেয়ার জন্য বললো। কিন্তু হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে দেখলো বিল্লুর ডান দিক থেকে একটা বিশাল ট্রাক দ্রুত গতিতে ছুটে আসছে। বিল্লুর সেদিকে খেয়ালই নেই। মনের আনন্দে ফুরফুরে মেজাজে নবাবের মত সে রাস্তা পার হচ্ছে। গুল্লু পুরো শক্তি দিয়ে চেঁচিয়ে বললো, ‘বিল্লু, সাবধান! ওদিক থেকে ট্রাক আসছে!’
----------------------
Translate into Spoken English
সাবধান!
= Watch out! / Look out
-----------------
San Andreas – AmM – 1:40:38
: Move! Get outta the way!
: Watch out!
Spider Man, watch out! Spiderman-1 – AmM – 1:45:01
---
Watch out/ Look out
to be vigilant or alert: be on the lookout
used to warn someone of danger of an accident that seems likely to happen
"Watch out!" he shouted, but it was so late -- she had knocked the whole tray of drinks onto the flour. Cambridge Dictionary
Watch out for thieves round here. Cambridge Dictionary
Watch out! It's rather wet over there. Cambridge Dictionary
watch out for bears! Cambridge Dictionary
Watch out for the last step - it's a lot steeper than the others. Cambridge Dictionary
You'd better watch out. Merrium-Webster
Watch out for the tree! Merrium-Webster
Watch out for pickpockets.
= পকেট সাবধান/ পকেটমার হতে সাবধান
Comments
Post a Comment