British/American/English/Native এর জাত-পাত
Saturday 21 July 2018 – Saturday18
August 2018
--------------------------------------------------------------------------
British, English
------------------------------------------------------
The UK (The United Kingdom) (যুক্তরাজ্য)
দাপ্তরিক (official) নাম The United
Kingdom of Great Britain and Northern Ireland ।
নামেই পরিচয়।
The UK হচ্ছে একটা সার্বভৌম রাস্ট্র
(Sovereign State) ।
এর অন্তর্ভূক্ত রয়েছে চারটি দেশ
(country):
1.
England (English)
2.
Scotland (Scottish)
3.
Wales (Welsh)
4.
Northern Ireland (Northern Irish)
The UK এর Capital City হলো London ।
----------------------------------
প্রথম তিনটি দেশকে একত্রে বলা হয়
Great Britain। অর্থাৎ
1.
England (English)
2.
Scotland (Scottish)
3.
Wales (Welsh)
এই তিনটি দেশকে একত্রে বলা হয় Great
Britain।
Great Britain কোনো দেশের নাম নয়;
স্রেফ একটা নাম।
--------------------------------
The UK এর অধিবাসীদের সবাইকে বলা হয়
British। অর্থাৎ The UK এর অধিবাসীদের জাতীয়তা হলো British যেহেতু এটা একটা
সার্বভৌম রাষ্ট্র। লক্ষ্য করুণ, শুধুমাত্র Great Britain ওয়ালাদেরকেই British বলা
হচ্ছে না। পুরো The UK এর অধিবাসীদেরকেই British বলা হচ্ছে।
--------------------------------------------------
এবার কথা বলা যাক British শব্দের
ব্যবহার নিয়ে।
British শব্দটিকে Adjective হিসেবে
ব্যবহার করতে পারবেন। যেমন-
He is British.
এটাকে singular noun হিসেবে ব্যবহার
করা যাবে না। যেমন-
He is a British. (wrong)
মানে আপনি একজন ব্রিটিশকে এভাবে
চিহ্নিত করতে পারবেন না।
তাহলে উপায়?
ব্রিটিশরা নিজেরা নিজেদেরকে (তাদের
ইংরেজিতে) এভাবে চিহ্নিত না করলেও আমেরিকানরা (আমেরিকান ইংরেজিতে) Britisher
শব্দটা ব্যবহার করে। যেমন-
We were given a tour of London by a
real live Britisher.
কিন্তু যন্ত্রণা একটা আছে। Britisher
শব্দটাও নাকি old-fashioned.
তাহলে কী করা যায়?
কিচ্ছু করার দরকার নাই :D
British এর Adjective ব্যবহার দিয়েই
কাজ চালিয়ে দিতে হবে। যেমন-
He is British.
She is British.
They are British. Etc
-
তবে পত্রিকায় Briton শব্দটিকে
singular Noun হিসেবে ব্যবহার করে।
12 Britons were among the survivors.
61% of Britons believe that tobacco
advertising should be banned.
The survivors of the avalanche
included 12 Britons.
---
এদিকে British শব্দটিকে singular noun
হিসেবে ব্যবহার করতে না পারলেও plural noun হিসেবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে।
British এর আগে একটা the বসিয়ে দিলেই কেল্লাফতে। যেমন-
The British are said to have an
unusual sense of houmour.
The British have a very odd sense of
houmour.
The British == British People
----------------------------------------------------
এবার আসা যাক English (ইংরেজ)
প্রসঙ্গে।
England এর অধিবাসীদেরকে বলা হয় English
।
তেমনি, Scotland এর অধিবাসীদের বলা হয়
Scottish ।
Wales এর Welsh,
Ireland এর Irish etc.
অবশ্য বৃহদর্থে এরা সবাই British ।
-
English শব্দটিও British এর মত। এটি
Adjective হিসেবে ব্যবহৃত হয়, noun হিসেবে নয়। যেমন-
He is English. Right
He is an English. Wrong
তবে এভাবে বলা যাবে-
He is an Englishman/English man.
--
অনুরূপভাবে যেসব জাতিবাচক শব্দের শেষে
–ish, -ese আছে তাদেরকে সরাসরি noun হিসেবে ব্যবহার করা যাবে না। এর পরে একটা noun
(man, person, citizen) বসাতে হবে। যেমন-
I am Chinese. Right
I am a Chinese citizen. Right
I am French. Right
I am a French person. Right
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
American
-------------------------------------------------------------
আমরা মানে আমেরিকার বাহিরের বিশ্বের
লোকেরা America/American বলতে শুধু USA (United States of America) কে বুঝি।
বিষয়টা কিন্তু আমেরিকার অন্য দেশের জনগণ মোটেও ভালো চোখে দেখে না। কারণ হলো…..
কারণ বলতে গেলে সে এক বিরাট ইতিহাস
হয়ে যাবে। বিরাট ইতিহাস না জানলেও তেমন কোনো ক্ষতি নেই। কারণ America বলতে প্রায়
সবাই এখন The US কেই বুঝে।
সুতরাং এ ক্ষেত্রে বিরাট ইতিহাসে না
যাওয়াই মনে করছি। আপনার যদি আগ্রহ থাকে তবে গুগলে একটু সার্চ দিলেই জানতে পারবেন।
আমি সরাসরি মূল বক্তব্যে চলে যাচ্ছি।
-------
American শব্দটিকে Adjective এবং noun উভয়ভাবেই ব্যবহার করা যায়। যেমন-
He is American. Right
He is an American. Right.
Similarly,
He is Canadian. Right
He is a Canadian. Right.
He is Australian. Right
He is an Australian. Right
He is German. Right
He is a German. Right
He is African. Right
He is an African. Right
He is Asian. Right
He is an Asian. Right
-------------------------------------------------------
Native
--------------------------------------------
Native শব্দটি Noun এবং Adjective
উভয়ই হতে পারে।
---
Noun (A person born in a place, country,
etc, and associated with it by birth, a local inhabitant)
A native of Bangladesh>>
বাংলাদেশের স্থানীয় অধিবাসী (জন্মসূত্রে)
A native of France.
A native of Miami/Itali/the
north-east
A native of these parts.
She speaks the language like a native.
লক্ষ্যণীয়, native যখন noun হিসেবে
বসে তখন
১. এভাবে বসতে পারে A native of +
স্থানের/দেশের/অঞ্চলের নাম
২. native শব্দটি একটি singular noun
। এর plural হলো natives
--
Adjective
----------------
He is a native New Yorker.
She is a native Californian.
A Native American.
A Native Canadian.
A Native Bangladeshi. (স্থানীয়
বাংলাদেশি)
অর্থাৎ A Native + জাতীয়তা
-
Her native language/tongue is
German.
Native speakers of English (ie those
whose first language is English)
In this episode we’re gonna talk
about five things that native English speakers never say. Gabby Wallace tut for
Go Natural English - AmE
So if you want to sound more like a
native English speaker, then this episode is going to change your life, no
kidding. Gabby Wallace tut for Go Natural English – AmE
I have partnered with Cambly, a
service that offers immediate English teacher help with native, friendly
teachers instantly…
অর্থাৎ (a) native + noun (singular)
native + noun (plural)
-
Native American
A member of any of the people that
were the original inhabitants of North America.
Red Indian-(redskin)- a Native
American; an American Indian
---------------------------------------------------
Sources: Oxford Advanced Learner’s
Dictionary and Internet
Comments
Post a Comment