“I am home” vs “I am at home”
Written: 27th June 2018 2:04 pm
--
--
In a word:
I am home. (অস্থির)
I am at home. (স্থির)
========================================
I am home.
==========================================
বাড়িতে এসে যাওয়া,
উপস্থিত হওয়া এ ধরনের চলমান প্রক্রিয়াকে বোঝাতে I am home ব্যবহার করা হয়।
নিচের উদাহরণ
দেখি আর ভাবি….
--------------------------------------------------------------------------
: Is Mummy
home yet? (Turbulent Skies. AmM)
মা কি এখনও বাড়ি
ফিরেছে/এসেছে?
মা বাড়িতে ফিরে
এসেছে কিনা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে। উল্লেখ্য, বাচ্চা ছেলেটি তার খালার
বাসায় আছে। তার মা অফিসের কাজে শহরের বাইরে গেছে। তাই সে ফোনে বাবাকে জিজ্ঞেস করছে
যে, মা বাড়িতে ফিরেছে কিনা।
-----------------------------------------------------------------
British
Council এর Learn English Teens টিউট থেকে কয়েকটি ডায়ালগ দেখি:
(টিউট লিংক কমেন্টে)
Daisy is home(ডেইজি
বাড়ি ফিরেছে). She asks his brother Oliver why he is home early today.
Daisy: Wow, it’s cold out there!
You’re home early. Are you alright?
ডেইজি: ওয়াও,
আজ বাইরে ঠান্ডা পড়েছে।
তুমি (অলিভার)
এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছো। শরীর খারাপ না তো?
----
রবিবার ছুটির
দিন সকালে ডেইজি সাধারণত ঘুম থেকে দেরিতে ওঠে। কিন্তু আজ হঠাৎ করেই সকালে ওঠে বাইরে
শরীর চর্চার জন্য গেছে। বাহির থেকে এসেই ভাই অলিভারকে চমকে দিয়ে বললো- ভাইয়া, আমি এসে
গেছি। অলিভার তো অবাক। কি ব্যাপার!! অলিভার ভেবেছিল ডেইজি এখনও ঘুমে। I am home ছাড়াও
আরো একটা মজার ইক্সপ্রেশন কিন্তু এ ডায়ালগে আছে। বলুন তো সেটা কী…
Daisy: Hi,
I’m home. (হাই, আমি (বাড়িতে) এসে গেছি)
Oliver: Hi
there, I didn’t know you were out. I thought you were still in bed. What have
you got that bag for? Where have you been?
Daisy: I’ve
been swimming! This is the new me. No more lying in bed on Sunday morning…
========================================
I am at
home.
=======================================
বাড়িতে অবস্থান
করা অর্থাৎ বাড়িকে যদি একটা বিন্দু বিবেচনা করি তবে ঐ বিন্দুতে অবস্থান করা বোঝাতে
at home ব্যবহার করতে হবে। এটা একটা স্থির ঘটনা। নিচের উদাহরণ গুলো নিয়ে ভাবি……
-------------------------
British
Council এর Learn English Teens টিউট থেকে নেয়া:
ডেইজির মা সোফি
তার কাজের সময় সূচি জানাতে গিয়ে বলছেন যে, তিনি অমুক সময়ে দুই/তিন সপ্তাহ বাড়িতেই থাকবেন(অবস্থান
করবেন)।
Sophie:
But I’m at home for two or three weeks.
দুই/তিন সপ্তাহের
জন্য আমি বাড়িতে থাকবো/অবস্থান করবো
----------------------------------------------------------------------------------
Oliver and Alfie are at home when Daisy and Amy arrive.
ডেইজি এবং এইমি
যখন (বাড়িতে) পৌঁছে তখন অলিভার ও আলফি বাড়িতেই (আছে)।
===================================================================
The
following tutorial from British Council can be checked out for further study
https://www.youtube.com/watch?v=lDNogD0O_ZI
Comments
Post a Comment