Let’s Practice Native Spoken English – 36
গুল্লু: দোস্ত,
শোন সেদিন এক মজার ঘটনা ঘটলো।
বিল্লু: ঘটনা
খুলে বল। দেখি মজা পাই কিনা!
গুল্লু: সে এক
বিরাট ইতিহাস।
বিল্লু: সংক্ষেপে
বল।
গুল্লূ: সেদিন
নিউমার্কেটের ওদিকে এক পকেটমার এক ভদ্রলোকের পকেট মারলো।
বিল্লু: তা পকেট
মার তো পকেটই মারবে। অন্য কিছু মারলে না হয় বিরাট ইতিহাস হত। যা’হোক আগে বাড়।
গুল্লু: পকেট
মেরে দিল ভোঁ দৌড়।
বিল্লু: তুই কি
আশা করেছিস পকেট মেড়ে ঠাঁয় দাাঁড়িয়ে থাকবে আর দাঁত বের করে হাসবে!
গুল্লু: আরে শোন
না! তারপর হলো কি দৌড়ে পালানোর সময় পাবলিকও ঘটনা আঁচ করতে পেরে তার পেছনে ধাওয়া করলো।
বিল্লু: পাবলিক
তো আজকাল খুব খারাপ হয়ে গেছে। তাদের জন্য চোরেরাও শান্তিতে চুরি করতে পারে না। আগে
বাড়।
গুল্লু: পাবলিক
চোরটাকে ধরে ফেললো।
বিল্লু: ভালো
তো! পাবলিকে নাকের ডগার উপর দিয়ে একটা ছিচকে পকেট মার পকেট মেরে পালিয়ে যাবে তা তো
হয় না।
গুল্লু: তারপরই
ঘটলো মজার ঘটনা। বলতো মজার ঘটনাটা কী?
বিল্লু: সে ভয়ে
প্যান্ট খারাপ করে ফেললো!
গুল্লু: আরে নাহ্!
তার পকেটে ঐ ভদ্রলোকের মানিব্যাগটা পাওয়া গেল।
বিল্লু: এই তোর
মজার ঘটনা? পকেটমার মানি ব্যাগ চুরি করে পালাতে গিয়ে ধরা খেয়েছে। তার পকেটে পাওয়া
গেছে চুরি যাওয়া মানি ব্যাগ। এইডা কিছু হইলো? তুই কি আশা করেছিস তার কাছে তুই তিন বস্তা
টাকা পাওয়া যাবে?
গুল্লু: আরে বেটা,
মজার বিষয় হইলো – মানি ব্যাগ সহ ধরা পরার পর সে বলছে – এই মানিব্যাগের সাথে তার কোনো
লেনাদেনা নেই।
--
Translate
into Spoken English: এটার সাথে আমার কোনো লেনাদেনা/সম্পর্ক নেই।
--
Answer:
I have (got)
nothing to do with it.
= It has (got)
nothing to do with me.
--
Sources:
Look, this
has nothing to do with the girl, OK? 53:54 Dirty Deeds
Davies, you
make sure his girl doesn’t show. She has nothing to do with this. Killer Elite
30:02
Ryan wouldn’t
have anything to do with any of this. The Murder Room – 2 BrF 15:50
Celia’s death had nothing to do with the 96. The Murder Room
– 2 BrF 1:00:06
That’s nothing to do with me. The Great Train Robber-2 BrF
1:07:47
She’s got nothing to do with this. Jumper 44:53
---
What’s he got to do with it. এটার
সাথে তার সম্পর্ক কী? The Bird AmM
What’s that
got to with us? The Great Train Robbery -1 19:42
= = তার সাথে
আমাদের কী লেনাদেনা?
There was a
guy here this morning looking for him too. Has that got something to do with this?
Terminator 2 AmM
=এটার সাথে কি
ওটার কোনো সম্পর্ক/লেনাদেনা আছে?
-
Transporter
-2 46:22
: What does
my job have to do with this?
: It has
everything to do with it.
I am not associated with it.
ReplyDeleteThanks vai 💖
ReplyDeleteMy pleasure!
ReplyDeleteActually we're trying to practice Native Spoken English, not written English.
ReplyDelete